ইখলাছ- রিসালা-ই-নুর এর আলোকে

বদিউজ্জামান সাঈদ নুরসী (র:) বলেন-

O brothers of mine in the hereafter! And O my companions in service of the Qur’an! You know and you should know- and you do know- that the most important basis, the greatest strength, the most acceptable intercessor, the mightiest tower of strength, the shortest way to the truth, the spiritual supplication most likely to be accepted, the most wondrous means to all aims, the loftiest character trait and the purest worship in this world, and especially in services related to the Hereafter, is sincerity.

মোট ৯ টি বিষয়কে তিনি তুলে ধরেছেন।

প্রথমত: ওহে কুরআনের সেবায় আমার সঙ্গীগন! তোমাকে জানতে হবে এবং তোমরা জান যে, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ইখলাস। অর্থাৎ, আমাদের দৈনন্দিন কর্ম জীবনকে আমরা কিসের উপর ভিত্তি করে পরিচালনা করছি বা করব। এবং যার উপর ভিত্তি করে আমরা কুরআনের দাওয়াতে কাজ করছি বা করব তা হলো ইখলাস।

দ্বিতীয়ত: সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ইখলাস। অর্থাৎ, যা কুরআনের দাওয়াতে আমাদের সর্বশ্রেষ্ট শক্তি যোগায়, সেটি হলো ইখলাস।

তৃতীয়ত: সর্বাধিক গ্রহণযোগ্য সুপারিশকারী হলো ইখলাস। অর্থাৎ, যদি তোমার কাজে-কর্মে ইখলাস থাকে তবে কেয়ামতের দিন তাই হবে তোমার সর্বাধিক গ্রহণযোগ্য সুপারিশকারী।

চতুর্থত: ঈমানদীপ্ততার সবচেয়ে শক্তিশালী খুটি হলো ইখলাস। অর্থাৎ, ঈমানের দৃঢ়তায়, কুরআনের সেবায় সবচেয়ে শক্তিশালী খুটি হয়ে এগিয়ে দেয় ইখলাস।

পঞ্চমত: সত্যের সবচেয়ে সংক্ষিপ্ততম পথ হলো ইখলাস। তথা সত্যকে অর্জন করার সহজতম মাধ্যম হলো ইখলাস। কুরআনের সেবায় বা দাওয়াতের পথে সত্যের জয় ইখলাসের দ্বারা সহজতর।

ছষ্ঠত: আধ্যাত্নিক প্রার্থনা কবুলিয়াতের সর্বোচ্চ সম্ভাব্যতা হলো ইখলাস। অর্থাৎ, বান্দার প্রার্থনা/ইবাদাত/দোয়া/মোনাজাত কবুলিয়াতই হলো তার আমলি জীন্দেগীর প্রধান লক্ষ্য। আর তা অর্জনের সর্বোচ্চ সম্ভাব্য মাধ্যম হলো ইখলাস।

সপ্তমত: সমস্ত লক্ষ্য অর্জনে সবচেয়ে বিস্ময়কর উপায় হলো ইখলাস। অর্থাৎ, ইখলাসের মাধ্যমে বিস্ময়কর ভাবে সকল রকমের লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব।

অষ্টমত: উচ্চতম চরিত্রের বৈশিষ্ট্য হলো ইখলাস।

নবমত: এই দুনিয়াতে এবং বিশেষত আখেরাতের সাথে সম্পর্কিত সবচেয়ে শুদ্ধতম ইবাদাত হলো ইখলাস। অর্থাৎ, সর্বোপরি কোন কাজ চাই তা দুনিয়াবি হোক বা আখেরাতের জন্য হোক, তা সফল করতে সর্বোচ্চ সঠিক মাধ্যম হলো ইখলাস। ইখলাস ছাড়া কোন কাজ পরিশুদ্ধ রূপে হতে পারে না।
লেখা: আহমাদ আমিন।
Rate this post