সাদাকায়ে জারিয়ার এই “আত-তাযকিয়া” প্রজেক্টের সাথে থাকুন

আস-সালামু আলাইকুম ওয়া রাহতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, আত-তাযকিয়া পরিবার ইলমের সদকা স্বরূপ দীর্ঘ ১ বছরেরও বেশী সময় ধরে তাসাউফ/ইহসান/ভালবাসাকে সামনে রেখে দ্বীনের প্রচারে লিল্লাহিয়াত কাজ করে যাচ্ছে। সময়ের পরিক্রমায় আত-তাযকিয়া পরিবার আরো বড় কিছু পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে এসেছে ও আসবে। আর এ সকল কাজ এখন পর্যন্ত এ পরিবারের সদস্যরাই তাদের নিজস্ব সামান্য অর্থের দ্বারা সম্পাদন করে আসছে। বর্তমানে আত-তাযকিয়াহর কাজকে আরো বেগবান করতে ও এই সদকায়ে জারিয়ার প্রজেক্ট গুলোর সাথে নিজেকে যুক্ত করতে সন্তুষ্টচিত্তে আত-তাযকিয়াহর পাশে থাকুন ও একে সহোযগিতা করুন। যারা আমাদের এই প্রজেক্টের জন্য নিয়মিতভাবে সহযোগিতা করে চলেছেন ও করবেন আল্লাহর সেই সমস্ত বান্দা/বান্দিরা সবাই নীরবেই এর সাথে সম্পৃক্ত আছেন ও থাকবেন। ইন শা আল্লাহ।

আল্লাহর কাছে দুয়া করি তিনি যেন এর সাথে সম্পৃক্ত সকলের এই সহযোগিতাকে কবুল করেন এবং উত্তম প্রতিদান দিন দুনিয়া ও আখিরাতে এবং ফলাফল হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন পরকালে। আমীন।

 আত-তাযকিয়াহ প্রজেক্টকে যেভাবে আর্থিক সহযোগিতা করতে পারেন

ব্যাংক এ্যাকাউন্ট:
=============
1. নাম: আব্দুল্লাহ যুবায়ের
একাউন্ট নং: 1001114006402
সিমান্ত ব্যাংক, মেইন ব্রাঞ্চ। পিলখানা।

2. নাম: আহমাদ আমিন
একাউন্ট নং: 20506410200042207
ইসলামী ব্যাংক, মিরপুর-১০, কাজীপাড়া সাব-ব্রাঞ্চ।

বিকাশ:
==========

পার্সনাল: 01676673946

সার্বিক যোগাযোগ:
=============
ফেসবুক পেজ: At Tazkiah
হোয়াটস অ্যাপ: +601111534564, +601128959650

 

আত তাযকিয়াহ কি, কেন ও এর কার্যক্রম।

আত্মার পরিশুদ্ধি। তাযকিয়া হলো একটি প্রক্রিয়ার নাম, যার মাধ্যমে মানুষের নফসের ভেতর জমে থাকা খারাপ উপাদানগুলো দূরীভূত করে আশরাফুল মাখলুকাত হিসেবে একটি পবিত্র ও পরিশুদ্ধ নফসের অধিকারী হওয়া। কোরআনে কারিমের ভাষায় যাকে বলে ক্বালবে সালিম, অথবা নফসে মুতমাইন্নাহ।

সংঘটন হিসেবে তাযকিয়াঃ সমষ্টিগত ভাবে একটি বুদ্ধিবৃত্তিক ও একাডেমিক প্রচেষ্টা। যাদের মৌলিক কাজ হলো:

  1. তাযকিয়া নফসের গুরত্ব অনুধাবন করে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো।
  2. মানুষের দিলের অসুস্থতা বা নফসের রোগ সমুহ নির্ণয় করা।
  3. এর প্রভাব ব্যাক্তি ও সমাজের উপর ভয়াবহতার আলোচনা করা বা সচেতনতা তৈরি করার প্রচেষ্টা করা।
  4. বুদ্ধিবৃত্তিক ও একাডেমিক উপায়ে এর সমাধানের পথ খুজে বের করার প্রয়াস চালানো।
  5. লেজুড়বৃত্তির মানুসিকতা বাদ দিয়ে নিরপেক্ষ উপায়ে সত্যকে খুজে বের করে তা প্রকাশ করার সাহস রাখা।
5/5 - (4 votes)