ফিকহ ও ইসলামী আইন শাস্ত্র

ফিকহঃ

আল-হিদায়াহ ফী শারহ বিদায়াত আল-মুবতাদী, শায়খুল ইসলাম বুরহান আল-দীন আল-মারঘিনানির দ্বাদশ (মৃত্যু: ৫৯৩ হিজরি / ১১৯৭খ্রিষ্টাব্দ) শতাব্দীর আইনি ম্যানুয়াল, যা হানাফী আইনশাস্ত্রের ( ফিকহ ) অন্যতম প্রভাবশালী গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। এটি অসংখ্য ভাষ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বইটি অ্যাংলো-মুহাম্মাদান আইন  হিসাবে পরিচিত ইসলামী এবং ব্রিটিশ আইন সংশ্লেষের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Rate this post