মানুষের চরিত্র বা ভালো মানুষ চেনার উপায় কি?

 সমাধানঃ 

মানুষের চরিত্র বা ভালো-মন্দের ব্যাপারে ধারণা পেতে তিনটা উপায় আছে; তার প্রতিবেশি হওয়া, তার সাথে লেনদেন করা কিংবা তার সাথে কোন সফরে যাওয়া।
এ ব্যাপারে ইমাম বাইহাকি (রাহিমাহুল্লাহ) তার সুনানুল কুবরাতে খারাশাহ ইবনুল হুর সূত্রে একটা ঘটনা উল্লেখ করেন।

একজন ব্যক্তি উমারের (রাদ্বিয়াল্লাহু আনহু) কাছে সাক্ষ্য দিতে আসলো। উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “আমি তোমাকে চিনিনা। আর আমার না চেনায় তোমার কোন ক্ষতিও হবে না। এমন কাউকে নিয়ে আসো যে তোমাকে চিনে।” সেই ব্যক্তির (গোত্রের) মধ্যে থেকে একজন লোক বলে উঠলো, “আমি ওকে চিনি।”

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “তার কোন ব্যাপারটা দিয়ে তুমি তাকে চিনো?”

লোকটি বললো, “তার দয়া ও ন্যায়পরায়ণতা দিয়ে।”

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “সে কি তোমার নিকটতম প্রতিবেশী? যার মাধ্যমে তার দিন-রাত ও তার আসা-যাওয়ার ব্যাপারে তুমি জানতে পারবে?”

লোকটি বললো, “না।”

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “তাহলে কি তার সাথে তোমার কোন ব্যবসায়িক লেনদেন আছে যার মাধ্যমে তুমি তার তাক্বওয়ার পরিচয় পেয়েছো?”

লোকটি বললো, “না।”

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “তাহলে কি তুমি তার সাথে কোন সফরে সঙ্গী হয়েছো, যার ফলে তুমি তার চারিত্রিক গুণাবলীর দেখা পেয়েছো?”

লোকটি বললো, “না।”

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বললেন, “তুমি তাকে চিনো না।” এরপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) লোকটিকে (সাক্ষীকে) বললেন, “এমন কাউকে নিয়ে আসো যে তোমাকে চিনে।”

আমরাও আমাদের সমাজে মানুষ না চিনেই তার উপর আস্থা স্থাপন করে থাকি। সম্পর্ক স্থাপনে সঠিক মানুষগুলোই হোক আমাদের সঙ্গী।

5/5 - (2 votes)