আত-তাযকিয়া বুক রিভিউ প্রতিযোগিতা ২০২০

ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে At Tazkiah পরিবারের পক্ষ থেকে “বুক রিভিউ প্রতিযোগিতা ২০২০” এর আয়োজন করা হয়েছে। ইমাম গাজ্জালী রহ. এর অন্যতম বিখ্যাত বই “কিমিয়া সাদাত বা সৌভাগ্যের পরশমণি” থেকে এ আয়োজন পরিচালিত হবে। দাওয়াতী উদ্দেশ্যকে সামনে রেখে এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করি।???

At Tazkiah পরিবারের বিচারক প্যানেলের বিচারকার্য ও পেজে জনপ্রিয়তা পাওয়ার মধ্য দিয়ে আমরা খুজে নিব সেরা প্রতিযোগীকে। তাদের জন্যে থাকবে আকর্ষণীয় পুরস্কার।

নিয়মাবলী:

    •  প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
    •  ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
    • “কিমিয়া সাদাত বা সৌভাগ্যের পরশমণি” বই ১ম খন্ডের ১ থেকে ১২৯ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে।
    •  রিভিউটি সর্বনিম্ন ৫০০ শব্দের হতে হবে।
    •  রিভিউ লেখাটি ওয়ার্ড বা নোটপ্যাড ফাইলে হতে হবে। যা আমরা আমাদের পেজে প্রতিযোগির নামসহ পোস্ট করব।
    •  কন্টেন্ট অবশ্যই মৌলিক তথা নিজের তৈরি হতে হবে।
    •  নির্দিষ্ট তারিখের মাঝে ৪ থেকে ৬ মিনিটের একটি ভিডিও দিতে হবে (বই এবং অনুভূতি সম্পর্কে)। ভিডিও টি ইউটিউবে আপলোড করা হবে। (ঐচ্ছিক)
    •  রিভিউ লেখা ও ভিডিও গুলোর স্বত্বাধিকার আত-তাযকিয়া পরিবার লাভ করবে।

নির্বাচন প্রক্রিয়া:

    •  প্রতিটি লাইক/যেকোনো পজিটিভ রিঅ্যাকশন এ থাকবে ১ পয়েন্ট।
    •  যেকোনো ভালো/প্রশংসামূলক কমেন্টে থাকবে ১ পয়েন্ট।
    • একটি আইডি থেকে একাধিক কমেন্ট বিবেচ্য হবে না। শুধুমাত্র অন্য আইডি ট্যাগ করে করা কমেন্ট বিবেচ্য হবে না।
    •  শেয়ার অপশন এর জন্য কোন পয়েন্ট থাকবে না। উল্লেখ্য, পোস্টের প্রচারের স্বার্থে যে কেউ পোস্টটি শেয়ার করতে পারবেন। তবে এতে পয়েন্ট পাবেন না৷
    •  লাইক এবং কমেন্ট শুধু আমাদের পেইজ এর পোস্ট এ প্রাপ্ত সংখ্যার উপর হিসাব করা হবে।
    •  কন্টেন্ট এর মানের উপর আত-তাযকিয়া পেজের বিচারক প্যানেলের হাতে থাকবে ৫০ পয়েন্ট।
    •  মোট পয়েন্টের উপরে বিজয়ী নির্ধারিত হবে।
    •  যে কোনো ক্ষেত্রে পেজের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে।

লেখা পাঠানোর প্রক্রিয়া:

  •  লেখা সরাসরি আমাদেরকে পেজে ইনবক্স করবেন।
  •  ইমেল করতে পারেন: admin@attazkiah.com অথবা Google Drive এর লিঙ্ক দিবেন আমাদের পেজের ইনবক্সে।
  •  ভিডিও আমাদেরকে Google Drive এ আপলোড করে ইনবক্সে লিংক দিবেন।

পুরস্কার:

    •  ১ম: ১৫০০ টাকা সমমূল্যের বই।
    •  ২য়: ১০০০ টাকা সমমূল্যের বই।
    •  ৩য়: ৫০০ টাকা সমমূল্যের বই।
    •  ও ৫ টি বিশেষ পুরস্কার।

এছাড়াও প্রতিযোগী বেশী হলে পুরস্কার বাড়ানোর সম্ভবনা রয়েছে।

উল্ল্যেখ্য:
“কিমিয়া সাদাত” বা “সৌভাগ্যের পরশমণি” বইটির পিডিএফ সহ তাসাউফের আরো সকল বই আত তাযকিয়া পেজ থেকে পেতে ক্লিক করুন: https://bit.ly/347aje4

বা সরাসরি বইটি: সৌভাগ্যের পরশমণি

*** যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে সরাসরি ইনবক্স করুন আমাদের At Tazkiah পেজে।  ***

At Tazkiah

আমাদের পোস্টটি বেশি বেশি শেয়ার করুন , নিজে অংশগ্রহণ করুন, বন্ধুদের ও উৎসাহিত করুন। আর বন্ধের এই সময়টিকে ইসলামের কথা ছড়িয়ে দিতে ব্যয় করুন ।

5/5 - (1 vote)