প্রতি রাতে যিনি প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার লাভে ধন্য হতেন
★খাদিমুর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আনাস ইবনে মালেক রাদিআল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরেও দিদার লাভে ধন্য হতেন, সুবহানাল্লাহ।
★মুসান্না বিন সাঈদ আদ দাররা থেকে বর্নিত তিনি বলেনঃ আমি আনাস রাদিআল্লাহু তাআ’লা আনহুকে বলতে শুনেছিঃ
سمعت أنس بن مالك يقول ما من ليلة إلا وأنا أري فيها حبيبي صلي الله عليه وسلم ثم يبكي.
এমন কোন রাত নেই যে রাতে আমি আমার হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনা, অতঃপর এতটুকু বলে তিনি কাঁদলেন।
{আল বিদায়া ওয়ান নিহায়াঃ ৯ম খন্ড ৯৮ পৃষ্ঠা}
★ইবনু সা’দ তার “তবকাতে”র মধ্যে বর্ননাটি নকল করেছেন। এই রেওয়ায়েতের সকল রাবিকে সিকাহ্।