ওসমান ডানফোডিও রহ.

অষ্টাদশ শতকের আফ্রিকার অন্যতম মহান সুফি, মুজতাহিদ, মুজাহিদ, মুজাদ্দিদ। জন্মগ্রহণ করেছেন নাইজেরিয়ায় সোকোটায় ১৭৫৪ সালে৷

একদিন তিনি স্বপ্নে দেখেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে এসেছেন। রাসূল সা. এর সাথে আব্দুল কাদির জিলানী রহ. ছিলেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে স্থানীয় অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদের আদেশ দেন ও তরবারি দান করেন। পরে ওসমান ডানফোডিও অত্যাচারীদের উৎখাত করে সোকোটো সম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

সে সম্রাজ্য একশো বছরের মতো ছিলো। আফ্রিকার ফুলানিদের গর্বের ব্যক্তিত্ব তিনি। এমনকি বোকো হারামের মতো বিতর্কিত সংগঠনও উনাকে নিজেদের আইডল বলে দাবি করে।

আমরা হযরত শাহজালাল, সৈয়দ আহমদ বেরলভি, ইমাম শামিল, উমর মুখতারদের মধ্যে অনুসরণীয় আদর্শ খুঁজে পাই। কারণ তারা ছিলেন একই সাথে সুফি ও যোদ্ধা। ওসমান ডানফোডিও এমন উঁচু পর্যায়ের আউলিয়া ও যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন ছিলেন মালেকি ফিকহের আলেম, আকিদায় আশয়ারি আবার কাদরিয়া তরিকার সুফি। এক ওয়াজে শুনেছিলাম উনাকে আল্লাহ এমন কাশফ দিয়েছিলেন যে গুণাহের ঘ্রাণও পেতেন।

১৮১৪ সালে উনি ইন্তেকাল করেন৷ নাইজেরিয়া উনার কবর আছে। উনার মতো এক চমৎকার চরিত্র উনার মেয়েরও। পশ্চিমাদের লেখা কয়েকটি বইপুস্তকও আছে উনার মেয়েকে নিয়ে। আর ওসমান ডানফোডিওর কিছু বই ইংরেজি অনুবাদ হয়েছে। রাজ্য প্রতিষ্ঠা করে তিনি জোর দেন শিক্ষা বিস্তারে। তাই সাধারণের পড়াশোনা বৃদ্ধির জন্য তিনি লিখেছেনও।

5/5 - (1 vote)