ইবাদাতের পূর্বে ইলম অর্জন কি জরুরী?
সমাধানঃ
ইমাম মুহাম্মাদ ইবনু শিরিন (রঃ) (৬৫৩-৭২৯) বলেনঃ
“এক শ্রেণির মানুষ আছে যারা পড়া লিখা ও আলিমদের (জ্ঞানের) মাজলিস উপেক্ষা করে (কঠোর) ইবাদাত বন্দেগীতে লিপ্ত হয় ইহাতে তাদের কারো কারো শরীরের চামড়া হাড়ের সাথে লেগে যায়। অতঃপর তারা পথভ্রষ্ট হয় এবং মুসলিমদের রক্তপাতে নিয়োজিত হয়।
মহান আল্লাহর শপথ যিনি ছাড়া কোন মাবুদ নেই। যেই কোন অজ্ঞ ইবাদাত কারী ভালো কাজের চেয়ে ফাসাদই বেশী সৃষ্টি করে”
আল ইসতেযকার (৮/৬১৬)